২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্রগ্রাম নগরের পাহাড়তলি এলাকায় পাহাড় কেটে বসতি করায় ২ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৯
চট্রগ্রাম নগরের পাহাড়তলি এলাকায় পাহাড় কেটে বসতি করায় ২ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

Sharing is caring!

 

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি: 

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ওয়ার্ডের রূপনগর শাপলা আবাসিক এলাকা এবং রূপনগর প্রকল্প এলাকায় পাহাড় কেটে বসতি স্থাপন করায় দুই ব্যক্তিকে ৪ লাখ ২৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
৩০ সেপ্টেম্বর (সোমবার) শুনানি শেষে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে রূপনগর শাপলা আবাসিক এলাকা এবং রূপনগর প্রকল্প এলাকায় পাহাড় কেটে বসতি স্থাপন করায় প্রমাণ পাওয়ায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় ফয়েজ আহমেদ এবং মোছাম্মৎ রুবি আক্তারকে ৩০ সেপ্টেম্বর শুনানির জন্য ডাকা হয়। শুনানি শেষে ফয়েজ আহমেদকে ১ লাখ ৭৪ হাজার ৪০০টাকা এবং মোছাম্মৎ রুবি আক্তারকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশও দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১৬ তারিখ অভিযানে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় তাদের শুনানির জন্য ডাকা হয়। পরিবেশের ক্ষতি সাধন করায় আজ শুনানি শেষে দুই ব্যক্তিকে ৪ লাখ ২৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।’