১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
গাজীপুরের কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

Sharing is caring!

 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি খোকন (৩০) নামে এক মাদক ও ছিনতাই মামলার আসামির মৃত্যু হয়েছে।
খোকন চাঁদপুরের হাইমচর থানার পাচকান্দি এলাকার জানশরীফের ছেলে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. তারিকুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান, কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে খোকন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খোকন মিরপুর শাহআলী থানায় মাদক ও ছিনতাই মামলার আসামি ছিল। গত ২৫ জুন থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। বুধবার ময়নাতদন্তের পর সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।