১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে উদ্ধার হল ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্রের লাশ ।

admin
প্রকাশিত জুন ২৫, ২০২৫
বোচাগঞ্জে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে উদ্ধার হল ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্রের লাশ ।

Sharing is caring!

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং-ঈশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুলুর বসতবাড়ির পাশে থাকা একটি পুকুর থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্রের লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। নিহত সাধন চন্দ্র একই ইউনিয়নের রনটি গ্রামের বসবাসকারী মিনাল চন্দ্র রায়ের একমাত্র পুত্র। ২৫জুন বুধবার সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোচাগঞ্জ থানার পুলিশ ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গেছে , নিহত সাধক চন্দ্র রায়(২২) স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করতেন। গত ২৩জুন রাত থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। এ বিষয়ে বোচাগঞ্জ থানার সাব ইন্সপেক্টর অসীম কুমার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি পুকুরে ভাসমান অবস্থায় ছিল। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত সাধন চন্দ্র রায় এর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছি। হত্যাকান্ডের প্রকৃত তথ্য উদঘাটনে সিআইডি এবং পুলিশ কাজ শুরু করেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।