১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু : এলাকার সর্বত্র গভীর শোকের ছায়া

admin
প্রকাশিত জুন ২২, ২০২৫
অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু : এলাকার সর্বত্র গভীর শোকের ছায়া

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে অবুঝ শিশু সালমান ফারসি’র(২) মর্মান্তিক মৃত্যু ঘটেছে।এঘটনায় এলাকার সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে।এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালপাড়া গ্রামে। সরেজমিন জানা যায়,শনিবার ২১ জুন সকালে ওই ইউনিয় -নের ঢোলভাঙ্গা এলকার গোয়ালপাড়া গ্রামে শিশুটির বাবা মানিক মিয়ার তার বাড়ির আঙিনায় একটি বালতিতে বীজ ধান ভিঁজিয়ে রাখেন।ওই বালতির পাশেই ওই শিশু খেল- ছিল।এসময় বাড়ির লোকজনের অসাবধানতাবশতঃ সে বালতির পানিতে উঠে পড়ে।অল্পসময়ের ব্যবধানে বিষয়টি বাড়ির লোকজন দেখতে পায়।কিন্তু ততক্ষণে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে।পানি থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকার সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে।