২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফাজিলপুর অলির বাজার গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু হয়।

admin
প্রকাশিত মে ১৪, ২০২৫
ফাজিলপুর অলির বাজার গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু হয়।

Sharing is caring!

মোঃ ইকবাল মোরশেদ

– স্টাফ রিপোটার।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় আজ মঙ্গলবার (১৩ মে) সকালে বজ্রপাতে মোঃ শরীফ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বারপাড়া ইউনিয়নের ফাজিলপুর অলির বাজার গ্রামে সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শরীফ এই গ্রামের মোঃ কামাল হোসেনের পুত্র। সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া ১০টার দিকে বৃষ্টি শুরু হলে শরীফ বাড়ির পাশে পুকুরপাড়ে আম কুড়াতে যান। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত ঘটলে মোঃ শরীফ ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসআই নজরুল ইসলাম আরও জানান, যেহেতু এই ঘটনায় কোনো অভিযোগ নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে শরীফের মরদেহ পারিবারিক তত্ত্বাবধানে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।