Sharing is caring!

বিশেষ প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুরে মালিকের বাসার অকেজো প্রচীর ভাঙ্গার কাজ করতে গিয়ে এক মিস্ত্রি দেয়াল চাপায় মারা গেছে। ১১ মে রোববার সকালে পৌর শহরের গৃধারীপুর এই ঘটনাটি ঘটে। নিহত হলেন,পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের স্বেচ্ছাসেবক দল ২ নং ওয়ার্ডের আহবায়ক লতিফের পিতা ও সিরাজের পুত্র রফিকুল ইসলাম মিস্ত্রি (৫৩)। জানা যায়, পলাশবাড়ী পৌর শহরের সাবেক ২ নং ওয়ার্ড কাউন্সলার মনজু তালুকদারের বাড়ীতে সে ছোট বেলা থেকে সংসারের সব ধরনের কাজ করেন।কাজের ধারাবাহিকতায় আজ একটা বাসার সিমানার অকেজো প্রাচী ভাঙার কাজ শুরু করলে মজনু তালুকদার এর স্ত্রী প্রাচীর ঝুঁকি পূর্ণ হওয়ায় কাজ করতে বাধা দিলে সে বাধা উপেক্ষা করে প্রাচীর ভাঙ্গার কাজ করা অবস্থায় অসাবধনাবসত প্রাচীর ভেঙে রফিকুল ইসলাম মিস্ত্রী প্রাচীরের নিচে চাপা পড়ে ঘটনাস্থালে মৃত্যুবরণ করেন। নিহতের বিষয়টি পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু,র কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।