১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রথম তারাবি নামাজ পড়া অবস্থায় এক শিক্ষকের মৃত্যু

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৫
প্রথম তারাবি নামাজ পড়া অবস্থায় এক শিক্ষকের মৃত্যু

Sharing is caring!

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিফোটার:- গতকালকে লক্ষ্মীপুরের তারাবির নামাজ পড়া অবস্থায় এক স্কুলশিক্ষক মোঃ শরীফ হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । গতকাল শনিবার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকায় ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের বড় ছেলে আহনাফ শাহরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফ রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহনাফ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনকার মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান।

সেখানে তিনি তারাবির নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ভোর রাতে ঘুম থেকে উঠে আর আব্বুর সঙ্গে সেহরি খাওয়া হবে না। ইফতারেও আর আব্বুকে পাব না। প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটির সহসভাপতি রেজাউল করিম সুমন বলেন, নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি তাদের বাসায় গিয়েছি। সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।