২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজা সহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪
গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজা সহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

Sharing is caring!

মো: জান্নাত মোল্যা: গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজা সহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় বলে জানান র‍্যাব।

রোববার(১৭ মার্চ)সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রাম থেকে ওই ৫০ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।এসময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করে তারা।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এই অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলো-আজিজ শেখ(২৬),জাবেদ হোসেন(২৩),ইমানুর রহমান(২১)ও আরিফ হোসেন(২৬)। এদের মধ্যে প্রথম দুই জনের বাড়ি গোপালগঞ্জে এবং পরের দুইজনের বাড়ি চট্রগামে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।