৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৩
রাজশাহীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

Sharing is caring!

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃরাজশাহীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পবিত্র সিংহ ভারতের মাদলা জেলার হবিপুর থানার মধ্যম কেন্দুয়া আইহো গ্রামের মৃত হরি গোপাল সিংহের ছেলে।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবিত্র সিংহ ১৭ অক্টোবর রাজশাহী নগরীর কুমারপাড়া এলকার তার আত্মীয় অলোক কুমারের বাড়িতে বেড়াতে আসেন।

মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে রাজপাড়া থানার লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান পবিত্র সিংহ।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।