১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

টাংগাইলের নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে- ছাত্র-ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৩
টাংগাইলের নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে- ছাত্র-ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে- ছাত্র-ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।

টাঙ্গাইলের নাগরপুরে মাধ্যমিক স্তরের এস.এস.সি/সমমান পরীক্ষায় জি.পি.এ ৫.০০ প্রাপ্ত ছাত্র,ছাত্রী ও নির্বাচিত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ২৪/ শে আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃফজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে

প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান, ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহীনুর ইসলাম, নাগরপুর থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান, বেগম খোদেজা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ইব্রাহিম প্রমূখ। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।