১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জলবায়ু সুরক্ষার দাবিতে শিশুদের বিক্ষোভ

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯

Sharing is caring!

রিপোর্টার : সায়মন ওবায়েদ শাকিল।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহণ করেছে বরিশালের কয়েকশ শিশু ও তরুণ। এর অংশ হিসেবে গত ১৬ আগষ্ট শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ করে শিশুরা। বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এ সময় বক্তব্য দেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার। গ্লোবাল ক্লাইমেট স্টাইক শিশুদের আন্দোলন। শিশুদের ভবিষ্যতের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
বরিশাল সিটি করপোরেশন, প্ল্যান ইন্টারন্যাশন্যাল, অ্যাকশনএইড, এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যৎ এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবিতে ‘ফ্রাইডে ফর ফিউচার বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি সমন্বয় করে- ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় নিরাপদ ভবিষ্যৎ এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান তিনি। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।