২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাত্রে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

admin
প্রকাশিত জুন ১০, ২০২৩
নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাত্রে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

Sharing is caring!

নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাত্রে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা, হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ীর নাম দুলাল চন্দ্র দাস(৫২) তিনি উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দাস বাড়ীর হরলাল চন্দ্র দাসের ছেলে ঘটনার পর থেকে এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল স্থানীয় বাজারে ভাইয়ের সাথে ক্রোকারিজ ব্যবসা করতেন এর পাশাপাশি স্থানীয় টঙ্গীর পার কালী মন্দিরের পাশে চিত্ত বাবুর দিঘি লিজ নিয়ে মাছ চাষ করতেন ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত দুইটা তিনটার মধ্যে চিত্ত বাবুর দিঘির পারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বাশ উদ্ধার করেছে। এলাকাবাসী জানায় লিজ নেওয়া পুকুর তার বাড়ির পাশে হওয়ায় প্রত্যেকদিন রাতে দুলাল ওই পুকুরে মাছ পাহারা দিতেন, প্রতিদিনের ন্যায় দুলাল শুক্রবার রাতেও মাছ পাহারা দিতে গেলে দুর্বৃত্তরা তার গলা এবং মাথায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে একটি চেয়ারে লাশ বসিয়ে রেখে পালিয়ে যায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে দুলালকে মাথা এবং গলায় রক্তাক্ত জখম করে হত্যা করা হয়েছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে।