৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বরুড়ায় আলহাজ্ব এম এ কাদের সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।

প্রকাশিত জুন ৪, ২০২৩
বরুড়ায় আলহাজ্ব এম এ কাদের সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।

Sharing is caring!

স্টাফ রিপোর্টার জহির হোসেনঃ

কুমিল্লার বরুড়ায় আজ শনিবার ৩ জুন বেলা ১ টায় আড্ডা ডিগ্রি কলেজ মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ জেড শফিউদ্দিন শামীম এর সভাপতিত্বে আড্ডা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ কাদের সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ০৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ০৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন,যুবলীগের যুগ্ম আহ্বায়ক ব্যারিষ্টার শেখ ফজলে নাইম, কুমিল্লা ০৪ আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুজ্জামান বাহাদুর।
এই সময় উপস্থিত ছিলেন এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মিঠু, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,বরুড়া পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মিনুয়ারা বেগম সহ বরুড়া উপজেলার ১৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করে আড্ডা কলেজ প্রতিষ্ঠাতা এম এ কাদের সাহেবের স্মরনে বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার পরে আড্ডা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এম এ কাদের এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সাইদুল ইমরান।এইদিন বাবার অনুষ্ঠানে যোগ দেয়ার আগে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প স্তবক অর্পন করেন এ জেড শফিউদ্দিন শামীম।

এই সময় অতিথি ব্রাক্ষনবাড়িয়া ০৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির বলেন আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেন বরুড়া উপজেলার রাস্তাঘাট সবই উন্নত, আজকে যে কলেজ মাঠে দাঁড়িয়েছি এই কলেজটি কেন কাদের সাহেব প্রতিষ্ঠা করেছেন বরুড়ার মানুষের কল্যানের জন্য, তিনি তখন কলেজ করার জন্য আজকে এই এলাকার ছেলে মেয়েরা শিক্ষিত, তার বড় ছেলে এ জেড শফিউদ্দিন শামীম একজন বিশিষ্ট দানবীর তিনি যেভাবে বরুড়ায় উপজেলায় সামাজিক উন্নয়ন করেছেন, তা কেউ করছে কিনা আমি জানি না, আমি শুনেছি তিনি করোনায় মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছেন। তিনি বরুড়ার মানুষের ভালো চান,একজন আর্দশবান ব্যাক্তি এ জেড শফিউদ্দিন শামীম সাহেবকে আগামী নির্বাচনে নৌকা প্রতীক ফেলে বিপুল ভোটে জয়ী করবেন।