২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে সরকারি নির্দেশ উপেক্ষা করায় কোচিং সেন্টার সিলগালা

admin
প্রকাশিত মে ৯, ২০২৩
সোনাইমুড়ীতে সরকারি নির্দেশ উপেক্ষা করায় কোচিং সেন্টার সিলগালা

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: এসএসসি পরীক্ষা চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশ রয়েছে। সেই নির্দেশ উপেক্ষা করে নোয়াখালীর সোনাইমুড়ীতে এক কোচিং সেন্টার কার্যক্রম পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ঐ কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ওই কোচিং সেন্টারের চার শিক্ষককে এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম নামক কোচিং সেন্টারটি সরকারি নির্দেশ উপেক্ষা করে কার্যক্রম পরিচালনা করছে। সংবাদ পেয়ে সোমবার রাতে ওই কোচিং সেন্টারে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া’র যৌথ মোবাইল কোর্ট। পরে অভিযোগের সত্যতা পেয়ে ঐ কোচিং সেন্টার সিলগালা এবং কোচিং সেন্টার পরিচালনাকারী ৪শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আদেশ প্রদান করা হয়। পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের সহকারী শিক্ষক মো. তুহিন, গণিতের সহকারী শিক্ষক মো. জহির উদ্দিন, কম্পিউটার শিক্ষক ওয়াছিউর রহমান ও ইংরেজি শিক্ষক মো. হেলাল উদ্দিন।