১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

প্রকাশিত নভেম্বর ৮, ২০২২
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

Sharing is caring!

চট্টগ্রাম প্রতিনিধি :

সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, বুধবার সকাল ১০টায় নগরীর দামপাড়ার জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে তার প্রথম জানাজা হবে। পরে দুপুর ২টায় বাঁশখালী স্কুল মাঠে দ্বিতীয় এবং বিকাল ৩টায় বাঁশখালী কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।