২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ ডাকাতির প্রস্তুতিকালে নোয়াখালীর সদর থানার পুলিশ সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানাধীন এওয়াজবালিয়া নন্দনপুর খোনার বাড়ীর সামনের পাঁকা রাস্তার পূর্ব পাশে বাগানের ভিতর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলামের বরাত দিয়ে,নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার পিপিএম জানান, ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় ঘটনাস্থলে থেকে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যারা হলো, রায়হান উদ্দিন রনি (২২), পিতা-আবু তাহের সাং-মোহাম্মদপুর, মোঃ সোহেল (৩৪), পিতা-মৃত নজির আহাম্মদ, আবব্দুর রাজ্জাক (২৫) পিতা আব্দুল হক, মোঃ নাঈম (২২), পিতা-মোঃ আহসান উল্যাহ, সর্ব থানা-বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম বলেন,গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।