২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

সেনবাগে পুকুরে ভাসছিল গৃহবধূর মরদেহ

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২২
সেনবাগে পুকুরে ভাসছিল গৃহবধূর মরদেহ

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর নাম কোহিনুর আক্তার (৩০) উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নের তনু মিয়ার বাড়ির মো.মহিন উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয় ওই গৃহবধূ।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তনু মিয়ার বাড়ির গৃহবধূ কোহিনুর আক্তার মঙ্গলবার সকালে তাদের বাড়ির পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য গেলে পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ীর লোকজন পুকুর ঘাটে গেলে তার মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।