১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নাশকতার অভিযোগে জামায়াতের ১০ নারী কর্মী আটক

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২
নাশকতার অভিযোগে জামায়াতের ১০ নারী কর্মী আটক

Sharing is caring!

 

মেহেরপুর জেলা প্রতিনিধি : নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর থেকে জামায়াতের ১০ নারী কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরের দিকে নাজিরাকোনা গ্রামের জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে বৈঠকের সময় পুলিশ তাদের আটক করে।
জানা যায়, আটক সবাই জামায়াতের নারী কর্মী। এ ছাড়া তারা সবাই মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল সাপ্তাহিক অভিযোগ কে জানান, তারা গোপন সূত্রে খবর পান জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ নারী কর্মীকে বিভিন্ন প্রকার জিহাদি বইসহ আটক করেন। তাদের নামে নাশকতার পরিকল্পনার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।