১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হাতিয়াতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২২
হাতিয়াতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে থেকে পুলিশ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো.শাহীন (৩৮) উপজেলার চরকৈলাশ গ্রামের মো.নুরনবীর ছেলে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,বৃহস্পতিবার দিবাগ রাত দেড়টার দিকে উপজেলার চরকৈলাশ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহীনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।