১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধামইরহাটের খেলনা ইউনিয়নে‌ একটি সরকারি খাস দিঘী জোর করে দখল করার অভিযোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২২
ধামইরহাটের খেলনা ইউনিয়নে‌ একটি সরকারি খাস দিঘী জোর করে দখল করার অভিযোগ

Sharing is caring!

ক্রাইম রিপোর্টার নওগাঁ

নওগাঁর ধামইরহাট উপজেলার ৮নং খেলনা ইউনিয়নে দেশাহার গ্রামে একটি সরকারি খাস দিঘী রয়েছে ।বেশ কিছুদিন যাবত এলাকার দুইটি গ্রুপ এই দিঘীটি নিজেদের স্বার্থে ভোগ দখল করে খাচ্ছে বলে অভিযোগ উঠেছে । সরজমিনে গিয়ে দেখা যায় কয়েকদিন আগে এলাকার স্থানীয় দুই গ্রুপের মধ্যে একপর্যায়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এই দিঘী থেকে ছোট ছোট মাছের পোনা এবং বড় মাছ উঠে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে, এ বিষয়ে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে কথা হলে তারা নাম প্রকাশ করতে অনইচ্ছুক প্রাকাশ করে। তারা বলেন আমাদের খেলনা ইউনিয়নের গুন মৌজাই একটি এতিমখানা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় যদি এই দিঘীটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এই এতিমখানা মাদ্রাসায় দান করা হতো তাহলে আমাদের এলাকার এতিম বাচ্চাদের লেখাপড়া এবং একটি সুন্দর সমাজের গঠন হতো ।তাহলে আমাদের গ্রামের প্রভাবশালী এই দুই গ্রুপের মধ্যে আর কোন ঝামেলা থাকত না। এবং এই এতিমখানা মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে সকল বাচ্চাদের উপকার হতো। আমরা আমাদের মাননীয় এমপি মহোদয় সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি ।এই দিঘীটি এই এতিমখানা মাদ্রাসার জন্য বরাদ্দ করার জন্য অনুরোধ করছি আমরা এলাকাবাসী। এলাকার গন্যমান্য ব্যক্তিরা আরো জানান আমাদের খেলনা ইউনিয়নে গুন দেশাহার গ্ৰামের দিঘীতে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তা যেন আর না হয়। এবং দিঘীর ঝামেলা মুক্ত না হ‌ওয়া পর্যন্ত দিঘি থেকে মাছ যেন না ধরা হয় আমারা এলাকা বাসী জোর দাবি জানাই।