১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মিথ্যা মামলায় স্বামীকে ফাঁসাতে গিয়ে স্ত্রী নিজেই ফাঁসলেন ।

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২১
মিথ্যা মামলায় স্বামীকে ফাঁসাতে গিয়ে স্ত্রী নিজেই ফাঁসলেন ।

Sharing is caring!

মিথ্যা মামলায় স্বামীকে ফাঁসাতে গিয়ে স্ত্রী নিজেই ফাঁসলেন ।

মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, আদালত প্রতিবেদক:-
মিথ্যা কুমারী পরিচয়ে একাধিক বিয়ে করে স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে শাহরীন ইসলাম নীলা কে এক বছর সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর সিদ্দিক ৩১/১০/২০২১ রোববার এ রায় দেন। রায় ঘোষনার দিন আসামি পলাতক হয়ে যায়। মামলার বাদি হন সাজা প্রাপ্ত আসামীর স্বামী খুলনার ইমরান শেখ। গত ৩/৭/১৪ তারিখ ২ লাখ টাকা কবিন মূলে তাদের বিয়ে হয়। কাবিননামায় আগে ৫/৬ টি বিয়ে হওয়ার পরও আসামি নীলা নিজে কুমারী উল্লেখ করে। বিয়ের কিছুদিন পরই নীলা স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে সিএমএম কোর্টে মামলা করে। যার নম্বর সি আর মামলা নং- ৬৪/১৫। পরবর্তিতে নীলা পারিবারিক আদালতে দেনমোহর ও খোর পোষ দাবী মোকদ্দমা নং ২৬৮/২০১৮ দায়ের করে।