১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার সাদুল্লাপুরে আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ৭, ২০২১
গাইবান্ধার সাদুল্লাপুরে আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Sharing is caring!

গাইবান্ধার সাদুল্লাপুরে আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মো: আব্দুর রহমান শিপন, রংপুর বিভাগীয় ব‍্যুরো প্রধান :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানতে স্বপন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে। মৃত্যু স্বপন মন্ডল খোর্দ্দ রসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আর্জেন্টিনার ফুটবল খেলা ভক্ত স্বপন মিয়া। ওই সময় তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এ সময় ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্বপন মন্ডল মারা যায়।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।