১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতক থানায় হামলার ঘটনায় হেফাজতের আরো ১১জন কর্মীক গ্রেপ্তার করছে পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
ছাতক থানায় হামলার ঘটনায় হেফাজতের আরো ১১জন কর্মীক গ্রেপ্তার করছে পুলিশ

Sharing is caring!

ছাতক থানায় হামলার ঘটনায় হেফাজতের আরো ১১জন কর্মীক গ্রেপ্তার করছে পুলিশ

ফকির হাসানঃ-
ছাতক থানায় হামলার ঘটনায় হেফাজত ইসলামের আর ১১জন কর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ।

গত সোমবার সকালে ওসি শেখ নাজিম উদ্দিন,এস আই হাবিবুর রহমানর পিপি এম এর নেতৃত্বে উপজেলার পৌর শহরের বিভিন গ্রাম পৃথক পৃথক অভিযান চালিয়ে হেফাজত ইসলামের ১১জন কর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করছ পুলিশ।

গ্রেফতার কিতরা হলেন,দুলোয়ার হোসেন (৩৬) মহন মিয়া (২৮) আশরাফুল আলম (৩০) ফাহিম হাসন রাব্বি (২২) শামীম(২৫)তানভির আহমদ (২৯) আসাদ উল্লাহ রায়হান (২২) সৈয়দ মেহদী হাসান(২৫) সাবাজ আলী (২১) শফিকুর রহমান (২৬) আলেক মিয়া (২২) গ্রেপ্তার কিত আসামীদের গত সোমবার বিকালে সুনামগঞ্জ আদালত পাঠিয় দেয়া হয়ছে।

এঘটনায় রবিবার আর ৯ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ।