২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

হুইপ গিনি গাইবান্ধায় ৩টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
হুইপ গিনি গাইবান্ধায় ৩টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন

Sharing is caring!

 

জাহিদুল ইসলামঃ জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি আজ সোমবার (১৫ জুলাই) গাইবান্ধায় ৩টি সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন।

রংপুর বিভাগীয় গ্রমিীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২ এর আওতায় প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কগুলোর উন্নয়নে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে শাপলা ধানকল হতে মধ্য ধানঘড়া বালিকা বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজ ৬২ লাখ টাকা, নারায়নপুর থেকে পৌরসভার বর্ডার পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ ৫০ লাখ টাকা এবং কোমরপুর হেলিপ্যাড হতে তুলসীঘাট কলেজ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজে ৪৮ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এসব সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে।

এসময় বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু, সাহাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।