১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ট্যাংকির পাহাড় থেকে ১৬ পরিবার উচ্ছেদ ঝুঁকিপূর্ণ বসবাস

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯
ট্যাংকির পাহাড় থেকে ১৬ পরিবার উচ্ছেদ ঝুঁকিপূর্ণ বসবাস

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

ট্যাংকির পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ১৬ পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। নগরীর আমিন জুট মিলস সংলগ্ন নবী নগর হিলভিউ হাউজিং সোসাইটিতে এ পাহাড়ের অবস্থান। আজ জেলা প্রশাসনের পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অবৈধ বসতি উচ্ছেদ করা হয়। অভিযানে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহী অনুপম, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আফরিন মুস্তাফা, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন ও কাট্টলী সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম নেতৃত্ব দেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মোহাম্মদসহ পিডিবি, ওয়াসা, কর্ণফুলী গ্যাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নগরীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ পরিবারগুলো উচ্ছেদে অভিযান চলছে। গতকাল মঙ্গলবার ট্যাংকির পাহাড় এলাকা সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ ১৬টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসময় সেমিপাকা ও পাকা স্থাপনাগুলো ভেঙে দেয়া হয়। উচ্ছেদের সময় ৫টি বিদ্যুৎ সংযোগ ও ৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এসব সংযোগের মিটারগুলো জব্ধ করা হয়ে