১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯

Sharing is caring!

 

জাহিদুল ইসলামঃ গাইবান্ধাঃ

গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী জনাব আব্দুল মান্নান মিয়া ১০৩ টাকায় চাকরীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চোখে আংগুল দিয়ে সবাই কে দেখালেন।

আজ ০৬ জুলাই শনিবার গোবিন্দগঞ্জ থানার কোঁচাশহর গ্রামের দিন মজুর নারায়ন চন্দ্র রায়ের একমাত্র মেধাবী পুত্র পংকজ চন্দ্র বাংলাদেশ পুলিশ বাহিনী তে নিয়োগ পাবার কারনে পুলিশ সুপার মহোদয় স্ব-শরীরে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো জন্য তার বাড়িতে হাজির হন।পুলিশ সুপারের আকষ্মিক উপস্থিতিতে পংকজ এবং পংকজের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের পুলিশ সুপার মহোদয় জানান তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সৎ,মেধাবী, অসহায় ও গরীব পরিবারের ছেলে-মেয়েদের তদবির ও টাকা পয়সা ছাড়া নিয়োগ দেয়ার শতভাগ চেষ্টা করেছেন,তিনি কতটুকু সফল হয়েছেন তা গাইবান্ধা জেলাবাসী ও আপনারা বিচার করবেন।

উল্লেখ্য যে,এবার গাইবান্ধা জেলায় ১৪৪ জন কে বিভিন্ন কোঠায় পুলিশ বাহিনী তে শতভাগ স্বচ্ছ ভাবে নিয়োগ দেন গাইবান্ধার পুলিশ সুপার।
যার কারনে অসহায়,অস্বচ্ছল,উপজাতি, ক্ষুদ্র- নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্বা পরিবারের অনেক ছেলে-মেয়ে কোন প্রকার তদবির ও টাকা পয়সা ছাড়া পুলিশে নিয়োগ পান।