১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চুনারুঘাটে করোনা রোগীদের বহনের জন্য নিজের গাড়ি জনস্বার্থে দিলেন সুমন

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২০
চুনারুঘাটে করোনা রোগীদের বহনের জন্য নিজের গাড়ি জনস্বার্থে দিলেন সুমন

Sharing is caring!

Manual8 Ad Code

মনির সরকার, বিশেষ প্রতিনিধিঃ 

Manual1 Ad Code

চুনারুঘাটে করোনার রোগীদের চিকিৎসার জন্য আপদকালীন সময়ে চালকসহ একটি গাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

শনিবার (২৮ মার্চ) তিনি বলেন, আমি নিজেই বাসায় লকডাউনে আছি। এখন তো আমার গাড়ির দরকার নাই। তাই চালকসহ আমার ব্যবহার করা গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মুমিন উদ্দিন চৌধুরীর কাছে দেওয়ার প্রস্তাব করেছি। এই সময়ে এটি খুবই দরকার। এটা তারা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবে। এছাড়া ১৬টি রেইন কোটও দিয়েছি তাদের ব্যবহারের জন্য। তার বলেছেন গাড়ি যখন প্রয়োজন হবে তখন নেবে।

 

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, করোনা ভাইরাসের আপদকালীন সময়ের জন্য আমার এই জিপ গাড়ি আমার জন্মস্থান চুনারুঘাট উপজেলার সব মানুষের জন্য অ্যাম্বুল্যান্স হিসেবে কাজ করবে। গাড়ির প্রয়োজনে চুনারুঘাট সদর হাসপাতালে যোগাযোগ করুন।

Manual1 Ad Code