১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

গাজীপুরে জিসান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু: ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্র ইসমাইল হোসেন জিসান হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (০২ জুলাই) বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনরাসহ কলমেশ্বর আদর্শ বিদ্যালয়, খন্দকার রজব আলী বিদ্যানিকেতন, গাজীপুর প্রেসিডেন্সি কলেজসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে থেকে জিসান হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে শাস্তির দাবি জানান। গত ১২ মে জিসান নিখোঁজ হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্র ইসমাইল হোসেন জিসান। এরপর ২৩ মে সিটি করপোরেশনের কামারজুরি এলাকার একটি বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।