সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভাতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের বেতনভাতা ও পেনশন অন্যান্য সুবিধা সরকারী কোষাকার প্রাপ্তির দাবীতে শিবগঞ্জে ৪৮ ঘন্টার কর্ম বিরতি কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে শিবগঞ্জ পৌর কার্যালয়ে শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা এ কর্মসূচী পালন করে। পৌর কার্যালয়ের মূল গেটের সামনের কর্মকর্তা- কর্মচারী এ্যাসোসিয়েশনের ব্যানারে সকাল থেকে ঘন্টা ব্যাপি কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর কর্মশিবগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতী পালন কর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সহ-সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন ডাবলু, কার্যনির্বাহী সদস্য শাহানারা খাতুন, আজিমুল হক, শফিউল আজম, সাধারন সদস্য কিরন, সাইফুল সহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।