১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

গ্রিন রোডে ভবনে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু: রাজধানীর গ্রিন রোডে এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চার শ্রমিকের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের তার মৃত্যু হয়।

নিহত রাসেল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাদল শেখে ছেলে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে সকাল ১০টার দিকে ওই ভবনে ডেকোরেশনের কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ তিনজন হলেন- ফয়েজ, আবদুল লতিফ রফিক ও সুজন।

আহত ব্যক্তিরা জানান, তারা আরটেক্স নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। গ্রিন রোডের ওই ভবনের নিচতলায় রুম ডেকোরেশনের কাজ করার সময় বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। পরে ওই ভবন ও আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের ধারণা, রুমের ভেতরে থাকা এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটতে পারে।