১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২০
লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড

Sharing is caring!


Manual5 Ad Code

ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি::

Manual5 Ad Code

লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় রাজু হোসেন ইমন নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩
মাসের জেল আদেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (০৪ মার্চ) সাড়ে ১১টায় লক্ষ্মীপুর মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় প্রদান করেন।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এসময় নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার অপর দুই আসামি শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে খালাস প্রদান করা হয়।

 

তবে সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সাজাপ্রাপ্ত আসামি ইমন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মৃত হারুনুর রশিদের ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরধরে জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামে ২০১৬ সালের ২ নভেম্বর মো. হানিফের ৪ বছরের শিশু আব্দুল্লাহকে খেলার মাঠ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

 

পরে শিশুটিকে ৩০ হাজার টাকা বিক্রি করে দেয় রাজু। এরপর শিশুটিকে না পেয়ে ২৯ নভেম্বর ৫ জনকে অভিযুক্ত করে মা আমেনা বেগম বাদি হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন।

 

এরপর ০১ ডিসেম্বর চাঁদপুর জেলা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

আদালত ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ
শেষে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code