১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের নবীগঞ্জ বয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ৪

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
হবিগঞ্জের নবীগঞ্জ বয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ৪

Sharing is caring!

Manual7 Ad Code

অঞ্জন রায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি

Manual1 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন। বুধবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী সড়কের টেকাদীঘি অটো রাইস মিলে এ ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার ভুবিরবাক এলাকার আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি অটো রাইস মিলের বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আরো ৫ জন। বিকট শব্দে আতংকিত হয়ে যান পুরো শহরের মানুষ। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকিদের জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর মর্গে প্রেরণ করা হয়েছে। বয়লারের চুলায় কোন ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটতে পারে।

Manual6 Ad Code