Sharing is caring!

কেএম সুজন,টাংগাইলপ্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২০) দুপুরে উপজেলার গয়হাটা ও দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৩টি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন,নাগরপুর থানার এস.আই সাইফুদ্দিন মাহমুদ,
সার্ভেয়ার সাইফুল ইসলাম,সাংবাদিক সহ অন্যান্যরা।