Sharing is caring!

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম বন্দরে খালাসের প্রক্রিয়ায় সাড়ে তিন লাখ কেজি পেঁয়াজ
চট্টগ্রাম বন্দরে মিশর ও চীন থেকে আসা তিন লাখ ৬৪ হাজার কেজি পেঁয়াজ খালাসের প্রক্রিয়া চলছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পরদিন সোমবার দেশ দুটি থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আসায় দেশের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বন্দর সূত্রে জানা গেছে, তিনজন আমদানিকারক এসব পেঁয়াজ এনেছেন। এই তিনটি প্রতিষ্ঠান হলো জেনি এন্টারপ্রাইজ, এন এস ইন্টারন্যাশনাল, হাফিজ করপোরেশন। কনটেইনারবাহী জাহাজ এমভি কালা পাগুরো, জাকার্তা ব্রিজ ও কোটা ওয়াজারে করে এসব চালান এসেছে। এই তিন জাহাজে পেঁয়াজবাহী কনটেইনারের সংখ্যা ১৪টি।
বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম জানান, কনটেইনারবাহী জাহাজ তিনটির মধ্যে দুটি থেকে কনটেইনারে থাকা পেঁয়াজ খালাস হচ্ছে। আরেকটি জেটিতে ভিড়ানোর পর খালাস হবে।বন্দর কর্মকর্তারা জানান, জাহাজ থেকে পেঁয়াজ খালাসের পর শুল্কায়ন করে বন্দর থেকে ছাড় নিতে এক-দুদিন সময় লাগে। এ হিসেবে বন্দর দিয়ে আমদানি হওয়া পেঁয়াজ কাল-পরশু থেকে বাজারে চলে আসার কথা।