Sharing is caring!

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই স্লোগাণ কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এ সময় সেখানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার সাহারা বানু।
এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার সহ অনেকেই উপস্থিত ছিলেন।