Sharing is caring!

উনুয়ই মার্মা রুহি ,বান্দরবান প্রতিনিধি ;
বান্দরবানের লামায় রূপসীপাড়া ইউনিয়নে বিজিডি কর্মসূচি প্রকল্পে ৩৪০জন মহিলাদের সঞ্চিত টাকা বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা।
গত ২০১৭ হতে প্রতি মাসে দুশত টাকা করে সঞ্চয় করেছিলেন লামার রূপসীপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৪০ জন মহিলা। এরমধ্যে ৩৪০ জন মহিলার মূলসঞ্চয় জমা হয় মোট চৌদ্দ লক্ষ, আটাইশ হাজার টাকা।
আজ ৩০/০৯/২০১৯ইং রোজ সোমবার সকাল ১০টায় রূপসীপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বার এবং ৩৪০ জন মহিলাদের উপস্থিততে ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা প্রতিজনকে তাদের সঞ্চিত টাকার হিসাব বুঝিয়ে দেন। এসময় বক্তব্যকালে তিনি বলেন, বিগত কয়েকমাস আগে বিজিডি প্রকল্পের টাকা আত্মসাৎ এর নিউজটি আপনাদের অনেকটা বিব্রত করেছে এজন্য আমি খুবই দুঃখিত।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অনুপস্থিতে জমাকৃত টাকা উত্তোলন না হওয়ায় টাকা বিতরণে কয়েকমাস সময় লেগেছে টাকাগুলো কেউ আত্মসাৎ করেনি।
এদিকে টাকা বিতরণের পর স্থানীয়রা জানায় তারা তাদের সঞ্চিত টাকা বরাবর পেয়েছেন হিসেবে কোনো ধরনের ভুল হয়নি।