Sharing is caring!

মো:সিরাজুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর জেলার ডিমলা উপজেলায় ৬নং নাউতারা ইউনিয়নে ৫নং ওয়ার্ডে কাকরা শুকান দিঘি দাখিল মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্ক ও ১৯৭১সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্ক জানার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মো:জফর উদ্দিন(কাচুয়া)সম্পাদক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযুোদ্ধা মো:আব্দুল মজিদ।সভা উদ্বোধন করেন অএ মাদ্রাসার সুপার মো:আজহারুল ইসলাম এবং শ্রী অন্ন প্রশাদ রায়ের পরিচালনা উক্ত সভার কার্যক্রম শুরু হয়।সভায় সকল ছাএ,ছাএীদের কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক দিক থেকে শুরু করে সামগ্রিক দিক নিয়ে আলোচনা করা হয় এবং১৯৭১সালে পাকিস্তানি পাকহানাদার বাহিনীকে কিভাবে পরাজিত করা হয়েছিলো এবং বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেশের স্বাধীনতা সহজে যেভাবে ছিনিয়ে এনেছিলেন এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় সভায় অএ মাদ্রাসার ছাএ,ছাএীরা মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানার জন্য প্রধান অতিথি কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন।অএ মাদ্রাসার ছাএী আলিফ নুরা প্রশ্ন করেন মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিলো?প্রধান অতিথি বলেন মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিলো ১৫বছর।সাবিনা বলেন আপনি কত নং সেক্টরে যুদ্ধ করে ছিলেন জবাবে তিনি বলেন আমি ৬নং সেক্টরে যুদ্ধ করেছি।আরিফ বলেন যুদ্ধের সময় আপনি কোথায় প্রশিক্ষণ নিয়ে ছিলেন?তিনি বলেন আমি ভারতে প্রশিক্ষণ নিয়ে ছিলাম।মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক রকম প্রশ্ন করেন ছাএ,ছাএীরা সকল প্রশ্নের উত্তর দেন বীরমুক্তিযোদ্ধা মো:আব্দুল মজিদ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কে মাদ্রাসার পক্ষ থেকে উপহার তুলে দেন অএ মাদ্রাসার সভাপতি মো:জফর উদ্দিন(কাচুয়া),ও অএ মাদ্রাসার সুপার মো:আজহারুল ইসলাম।
মো-সিরাজুল ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি 01706842308