২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে কেক কাটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক শহীদুল হুদা অলক, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সহ-সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মো. এরফান আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সাধারণ সম্পাদক আ.লীগ নেতা ডা. গোলাম রাব্বানী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম, জেলা যুব মহিলালীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক, সাবেক ছাত্রনেতা ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।