২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
ফরিদপুরে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

Sharing is caring!

সিকদার লিটন,বিশেষ প্রতিনিধি ::

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম। শনিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সিরাজুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

স্বজনরা জানান, সিরাজুল ইসলাম ব্যবসায়িক সূত্রে মাদারীপুরে শিবচরে বসবাস করতেন। গত রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিবচর হাসপাতালে ভর্তি হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে গত সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট কামদা প্রসাদ সাহা বলেন, পাঁচদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে সিরাজুলের মৃত্যু হয়েছে।