Sharing is caring!

মোঃ আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ে মৃৎ শিল্পীদের হাতের ছোয়ায় একটু একটু করে জীবন্ত হয়ে উঠছে দেবী দূর্গার রুপ।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূগাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভাস্কররা। শারদীয় দূগাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ৪৬১টি পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। এখানকার ভাস্করদের ব্যস্ততা দেখে বোঝা যায় হাতে আর বেশী সময় নাই শারদীয় দুর্গাপূজার। আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তুলতে ভাস্কররা অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলছেন দেবী দুর্গার এক একটি রূপ। মৃৎ শিল্পীর হাতের ছোয়ায় জীবন্ত হয়ে উঠছেন দেবী দূর্গার রুপ ।
মন্দির ও মন্ডপ গুলোতে চলছে বাহারী সাজের আয়োজন।ভাস্কররা দীর্ঘদিন ধরে কাজ করে প্রতিমা তৈরি করছে যা এখন প্রায় শেষ পর্যায়ে ।
এরই মধ্যে দু’এক জায়গায় শুরু হয়েছে প্রতিমায় রং এর প্রলেপ ও অঙ্গ সজ্বার কাজ। মনের মাধুরি মিশিয়ে রং তুলির আচরে মা দূর্গাকে সাজাবে ভাস্কররা। গত বছরের চেয়ে এবার ৫ টি বেশী মন্ডেবে পূজা উদযাপন হবে। আগামী ৪ অক্টোবর থেকে ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের শুরু এবং ৮ অক্টোবর দেবী বির্সজনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে বলে জানা যায়।
ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো জানান যে, ঠাকুরগাঁও জেলা শান্তি ও সম্প্রীতির জেলা। এখানে সকলের সহযোগিতায় প্রতি বছরই বেশ ধুমধামের সাথে দূর্গা উৎসব পালিত হয়ে থাকে। দূর্গা পূজা পালনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করা হয়েছে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রতিটি মন্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিতে সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ, আনসার ও সাদা পোষাকধারী পুলিশও মোতায়েন করা হবে।