২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপু‌রের রামগঞ্জে আগু‌নে পু‌ড়ে গে‌ছে ৯ বসতঘর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০১৯
লক্ষ্মীপু‌রের রামগঞ্জে আগু‌নে পু‌ড়ে গে‌ছে ৯ বসতঘর

Sharing is caring!

ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্র‌তি‌নি‌ধি:: 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিন শ্যামপুর গ্রামের জমির পুত্রের বাড়ী (ভেজালের বাড়ী)তে বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাতে পুড়ে গেছে ৯টি বসতঘর।

স্থানীয়রা জানায় বিদ্যু‌তের মিটার থে‌কে আগু‌নের সুত্রপাত হয়।

দিনমজুর বাহার মিয়া জানান, সকাল ৭টায় হটাৎ তার ঘরের বিদ্যুতের মিটার থেকে বিকট শব্দে বিস্ফোরন হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

কেউ কিছু বুঝে উঠার আগেই দ্রুত পাশ্ববর্তি ঘরগুলোতে আগুন লেগে যায়।

আগুনে পাশ্ববর্তি দিনমজুর বাবুল মিয়ার ব্যবসার কাজে ঘরে রাখা নগদ ১লক্ষ টাকাসহ কৃষক শাহাজাহান মিয়া, নজরুল ইসলাম, হারুন, আবদুর রহিম, রিক্সাচালক রাছেল, শাহ আলম সালেহ আহম্মেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় লোকজন আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালায়‌ কিন্তু মুহুর্তের মধ্যে ভয়াবহ আগু‌নে ৯টি বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ এছহাক
জানান, মোবাইলে খবর পেয়ে রামগঞ্জ
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে নি‌য়ে আসায় বাড়ীর অন্য ঘরগুলো রক্ষা পেয়েছে।

মানবাধিকার কর্মী মোঃ সোহাগ জানান, আগুন লাগার সাথে সাথে আমরা ৯৯৯ এ কল দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করেছি।

ইউপি সদস্য শাহ আলম ও শাহাব উদ্দিন
জানান, এত ভোরবেলায় আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে। উক্ত বসতঘর ও মালামাল সহ প্রায় ৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেন।