Sharing is caring!

ফকির হাসান :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য প্রার্থী সাংবাদিক ছইল মিয়া সুহেলের ঘুড়ি প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ইউনিয়নের লহরী নারায়নপুর গ্রামে রুপি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য প্রার্থী ছইল মিয়া সুহেল। বক্তব্য রাখেন, নুর আলী, আনছার মিয়া, আনর মিয়া, আইয়ূব আলী, আবদুল আহাদ, রমিজ উদ্দিন, রোশন আলী, ফয়সল মিয়া, রায়হান মিয়া, সানুর আলী, সাজুর মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ছইল মিয়া সুহেলের ঘুড়ি প্রতীকের বিজয় নিশ্চিতের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে ছইল মিয়া সুহেল স্থানীয়দের সাথে গণ-সংযোগকালে সকলের দোয়া ও ভোট কামনা করেন।