২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে দুর্গোৎসব ৭৮টি পূজামন্ডপে অনু‌ষ্ঠিত হ‌বে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
লক্ষ্মীপুরে দুর্গোৎসব ৭৮টি পূজামন্ডপে অনু‌ষ্ঠিত হ‌বে

Sharing is caring!

 

ওমর শা‌কিল,লক্ষ্মীপুর জেলা প্র‌তি‌নি‌ধি::
লক্ষ্মীপুর জেলায় শারদীয় দুর্গোৎসব ৭৮টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুরে সার্বজনীন দূর্গোৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা
প্রশাসক সহকারি পুলিশ সুপার সার্কেল
মো. আনোয়ার হোসেন, পূজা উদযাপনের সভাপতি শঙ্কর কুমার মজুমদার, স্বপন চন্দ্র নাথ প্রমুখ।
সভায় প্রতিমা তৈরী থেকে পূজার পূর্ব মূহূর্ত, পূজাকালীন ও পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তা বলবৎ রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও সড়ক, মন্ডপ এবং আশপাশ এলাকায় থাকবে পুলিশ, আনসার ও
স্বেচ্ছাসেবক দল।