১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ হালির হাওরের জল সীমানার জন্য সাত গ্রামের মানব বন্ধন।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
জামালগঞ্জ হালির হাওরের জল সীমানার জন্য সাত গ্রামের মানব বন্ধন।

Sharing is caring!

 

কৌশিক তালুকদার, জামালগঞ্জ প্রতিনিধিঃ

“জাল যার, জলা তার ”
ভাসান পানি অান্দোলনের মুল দাবী ছিলো এটি ”
হাওর পাড়ের অসহায় জেলে ও কৃষকদের অধিকার অাদায়ের দাবীতে স্বোচ্চার ছিলেন কমরেড প্রসূন কান্তি রায়( বরুন রায়).
পৃথিবীর ইতিহাসে বিশেষ করে এশিয়া উপমহাদেশে এ অান্দোলনটি পরিচিত লাভ করেছিলো।
অামাদের গর্ব অার শ্রদ্ধার মানুষ জামালগঞ্জের কৃতি সন্তান বেহেলীর জমিদার পরিবারে বরুন রায়।
জেলেদের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার জন্য ইজারাদারদের বিরুদ্ধে ছিলো এ যৌক্তিক অান্দোলনটি।
অাজ এর পরিবেশ পরিস্থিতি উল্টো হয়ে গেলো!!! খোদ কমরেড বরুন রায়ের জন্মভূমি ও উনার হাওরেই!!
” অাগে প্রচলন ছিলে জাল যার জলা তার ”
এখন ইজারাদাররা বলে পানি যেথায়,মাছ সেথায় ইজারাদারও সেথায়!!!
হালির হাওর পাড়ের সাধারন মানুষ জন খাবার এর জন্য মাছ ধরতে পারেনা, ছাতিধরা জলমহাল এর ইজারাদার বাধা দেন।
অাশ্চর্যের বিষয় মুল বিল থেকে কয়েক হাজার ফুট ও অন্য দু মৌজার বাহিরে এসে বাধা দেয়।
জেলেদের জাল নৌকা নিয়ে যায় মারধর করেন।
এঅবস্থা থেকে পরিত্রাণ চায় হাওরবাসী।
তাদের একটায় দাবী জলমহালের সীমানা নির্ধারন করার।
এই দাবীতে অাজ ৫-৬ গ্রামের শতাধিক মানুষ উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন করেছে।
এর অাগে মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের লিখিত ভাবে অবহিত করেছেন।
সকলের দাবী একটাই দ্রুত জলমহাল এর সীমানা নির্ধারনের।।