২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

Sharing is caring!

 

এম, এ  সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও জেলা শ্রমিকদল।
বুধবার দুপুরে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শ্রমিকদল ও জেলা বিএনপির শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতান ফেরদৌস নম্র চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদৎ হোসেন সহ শ্রমিকদল ও জেলা বিএনপির নের্তৃীবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জনাব আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. আনছারুল হক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য জনাব মো. জাফরুল্লাহ্, অধ্যাপক জনাব মো. দেলোয়ার হোসেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের সকল পর্যায়ের নেতা, কর্মী ও সদস্যবৃন্দ।বক্তরা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।