১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরিদপুর ১ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরিদপুর ১ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি

Sharing is caring!

সিকদার লিটন,বিশেষ প্রতিনিধি :

আলফাডাঙ্গা কুসুমদি নিলেডাংঙ্গা দেবত্তর সম্পর্তি কি করে বিলুপ্ত হলো? যেখানে রক্ষা চন্ডি পূজা হাজার হাজার বছর বয়ে আসছে আমরা জানতে চাই, এলাকাবাসী”

আলফাডাঙ্গা কুসুমদি নিলে ডাংঙ্গা দেবত্তর সম্পর্তি ছিল,যেখানে আদি কাল থেকে হিন্দুরা পূজা করত, সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম চেয়ারম্যান এর বাবার নামে মহফিল শুরু হল তার পর আস্তে আস্তে জায়গা টা দখলে নিল, সেখানে আজ স্কুল আর কি যেন করেছে। ওই জায়গা থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা তাছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে দলের বলে পদ-পদবী বিক্রি এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ও অনিয়ম করার জন্য গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী হয়েছেন হাজার হাজার কোটি টাকার বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি ও সম্পদের মালিক। ।

আর এখন বলছে হরি মুন্দিরে জায়গার পরিবর্তে যায়গা দিয়েছি, সত্যিকার অর্থে ওইখানে তো তাদের নিজস্ব কোন জায়গাই নাই তাহলে দিল কিভাবে বিষয়টা তদন্ত করা প্রয়োজন বাওখানে ওদের কোন জায়গা নাই উক্ত ঘটনায় একজন হিন্দু শিক্ষক জড়িত যাহা তদন্তে প্রমাণিত হবে ওই শিক্ষক ওই দুর্নীতিবাজের সহযোগী

আলফাডাঙ্গার সনাতন ধর্মের সকলের পক্ষ থেকে উক্ত বিষয়ে তদন্ত পূর্বক সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করছে শান্তিপ্রিয় এলাকাবাসী।