Sharing is caring!

তাসলিমুল হাসান সিয়াম, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান: পলাশবাড়ী পৌর এলাকার রাঙ্গামাটি গ্রাম এলাকা থেকে মঙ্গলবার বিকেলে পুরুষ লিঙ্গ ও গলাকাটা আনুমানিক ২২ বছরের এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,
গত সোমবার রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্ত চক্র এলাকাবাসির অজান্তে ওই যুবকের মরদেহটি ফেলে রেখে যায়।ওইস্থানে একটি নির্জন বাঁশ ঝাড় সংলগ্ন একটি হলুদ ক্ষেতে মঙ্গলবার বিকেলে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে পড়নে জিন্সের প্যান্ট,শার্ট ও গেঞ্জি পরিহিত লিঙ্গ ও গলাকাটা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহটি সনাক্তকরণে প্রয়োজনীয় তদন্তসহ সন্ধান অব্যাহত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই যুবকের কোন পরিচয় মেলেনি বলে জানা গেছে।