১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

নলছিটিতে মীনা দিবস পালিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৯
নলছিটিতে মীনা দিবস পালিত

Sharing is caring!

সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিদিঃ

ঝালকাঠির নলছিটিতে বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে উদযাপিত হলো ‘মীনা দিবস’।

শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে, শিশুশ্রম রোধ ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা ও কার্যকরী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে মীনা চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

২৪/০৯/২০১৯ইং তারিখ মঙ্গলবার নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এ আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, আরজু বেগম, হাবিবুর রহমান প্রমুখ।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোহাম্মদ সিদ্দিকুর রহমান।