Sharing is caring!

সুজন তালুকদার, ছাতক থেকে :-
সুনামগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ, গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান নলজুর কর্পোরেশন ছাতক মার্কেট পরিদর্শন করেন।
২৩ সেপ্টেম্বর সোমবার গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখ হইতে শুরু করে ছাতকের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন, ছাতক পৌর শহরের লাল মসজিদে যোহরের নামাজ আদায় শেষে ছাতকে জিপিসি সেন্টারসহ শহরের বিভিন্ন দোকানে প্রর্যাপ্ত পরিমান গ্রামীণফোনের প্রডাক্ট আছে কি না দোকান গ্রাহকের কাছ থেকে খোজ খবর নেন।
পরিদর্শন কালে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের সাথে ছিলেন, হেড অফ অপারেশন সাজ্জাদ হাসিব, খুলনা সার্কেল হেড আওলাদ হোসেন, নেটওয়ার্ক অপারেশন হেড সোলাইমান আলম, সিলেট সার্কেল নেটওয়ার্ক হেড নন্দন শাহা, গ্রামীণফোন কাস্টমার এক্সপেরিয়ান্স হেড শামরিন বোখারি।
ছাতক শহর পরিদর্শন শেষে সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার আজিম উদ্দিন, ছাতক টেরিটোরি ম্যানেজার শাহরিয়ার রেজা সুমন, ডিস্টিবিউটর ম্যানেজার রাজন দাশসহ নলজুর কর্পোরেশন ছাতক হাউজের সকল কর্মচারীদের অভিনন্দন জানান অতিথিরা, পরিদর্শন শেষে ছাতক পশ্চিম বাজার (মায়া) রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষে ছাতক থেকে বিদায় নেন।
গোবিন্দগঞ্জ, জাউয়া, কামারগাঁও, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, খাসগাঁও, বড় কাপন, কপলা, আচাকাচর, কালারুকা, দোলারবাজার, পিরপুর, লাকেশ্বর বাজার সহ গ্রামীণফোনের ব্যবসায়ীরা সকল অতিথিবৃন্দ কে ছাতকে আগমন করায় আন্তরিক অভিনন্দন জানান।