Sharing is caring!

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তঘেষা বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ এলাকায় মাদক, অস্ত্র চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ কল্পে রবিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার মুশফিকুর রহমান । এ সময় তাঁর বক্তব্যে উল্লেখ করেন সমাজের গুটি কয়েক মাদক ব্যাবসায়ীর জন্য গোটা সমাজকে ধ্বংশ করতে দেয়া হবেনা ।
তিনি ঔ সব মাদক ব্যাবসায়ীদের বাড়ীকে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সভায় জানানো হয় । তিনি জনসাধরনকে মাদক ব্যাবসায়ীদের বয়কট করার আহবান জানিয়ে সবাইকে সহযোগীতা করতে অনুরোধ করেন । সেক্টর কমান্ডার সম্মিলিত প্রয়াসে চোরাচালান বন্ধ করা সম্ভব বলে দাবী করেন ।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসানের সভাপতিত্বে ৫৯ বিজিবি কিরণগঞ্জ বিওপি এলাকায় এ মতবিনিময় সভায় আরো উপস্তিত ছিলেন শিবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আতিকুল ইসলামসহ বিনোদপুর ইউপির চেয়ারম্যান মো. এনামুল হক ও শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তোজাম্মেল হক প্রমুখ ব্যক্তিবর্গ ।